
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ভোরের কাগজের প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি গুরুত্বর আহত হয়েছে। এসময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক রনির বড় ভাই বাবুসহ আরো ৪জন আহত হয়।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক রনির বড় ভাই বাবু মিয়া বলেন- “আমার ভাইরা আশরাফ আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মোবাইলে মেসেজে আমার স্ত্রীকে প্রায় সময়ই অশ্লীল ভাষায় মেসেজ দেয়। এটি আমার শ্বশুরকে জানাইলে শ্বশুরসহ কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে পৌর এলাকার আলীরপাড়া ভাইরা আশরাফ আলীর বাড়ীতে যায়।”
তিনি আরো বলেন-“এ সময় বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আমার শ^শুরসহ আমাদের আটকে রেখে মারধর করে। খবর পেয়ে রনি ঘটনাস্থলে পৌছালে তাকে আধা ঘন্টা আটক রেখে ব্যপক মারধর করে। হামলায় রনি মাথায় ৩ জায়গা ক্ষত হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারধর করে।”
বাবু মিয়া বলেন- “যারা আমাদের উপর হামলা করে আমাদের আহত করেছে। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের নামে আরো অনেক অভিযোগ রয়েছে। তারা যদি সন্ত্রাসী না হতো তাহলে এভাবে আমাদের মারধর করতে পারতো না।”
খবর পেয়ে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর স্থানীয়দের সহযোগিতায় রনিকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে সাংবাদিক রনি বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এসব বিষয়ে জানতে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেন-“ ভাই আমি একটু ব্যস্ত আছি। দয়া করে কিছুক্ষন পর কল করেন।”
তবে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন-“আজকে সন্ধ্যার মধ্যে রনি উপর হামলাকারীদের গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে হামলাকারীদের গ্রেফতারের জন্য মাঠে নেমেছে পুলিশ।”