
স্পোর্টস ডেস্কঃ
নারী কোপা আমেরিকার নবম আসরে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়ে সবার আগে সেমি-ফাইনালে ব্রাজিল। আট আসরে সাতবারের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা জয়ের মিশনে নেমেছে। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় ৪-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনাকে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় ৩-০ গোলে।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সোমবার মধ্যরাতে কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
৬ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ধরে রেখেছে শীর্ষত্ব। দুই নম্বরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৬, গোল ব্যবধানে পিছিয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে ভেনেজুয়েলা। গ্রুপে এখনও এক ম্যাচও জিততে পারেনি পেরু ও উরুগুয়ে।
ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমার্ধের ২১ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় বিয়া জানেরাত্তোর গোলে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫০ মিনিটের মাথায় গোল ব্যবধান দ্বিগুণ করেন অ্যারি বোজের্স।
তৃতীয় গোল আসে ৫৮ মিনিটের মাথায় দেবিনহার কাছ থেকে। ৬৫ মিনিটের মাথায় শেষ গোলটাও আসে দেবিনহার থেকে। ৪-০ গোলের বড় জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।