

দিনাজপুর প্রতিনিধিঃ
প্রস্তুতি প্রায় শেষের দিকে, লক্ষ্য বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার।
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ এখন দিনাজপুরের গোরা শহিদ ময়দান, শহরের মধ্যে ২২ একরের বিশাল ঈদগাহ মাঠে চলছে শেষের প্রস্তুতি।
গেল ঈদ উল ফিতরের নামাজের জামাতে প্রায় ৪ লক্ষ মুসল্লীর অংশগ্রহণে জামাত অনুষ্ঠিত হয়েছিল।
এবার সেই রেকর্ড ছড়িয়ে নুতন ইতিহাস সৃষ্টি হবে বলে ধারণা ঈদগাহ মাঠের আয়োজক দিনাজপুর সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর।
আজ মাঠের সর্বশেষ অবস্থা পরিদর্শনে গিয়ে তিনি জানান আয়োজন প্রায় শেষ,আবহাওয়া অনুকূলে থাকলে অন্য যে কোন সময়ের চাইতে লোক অনেক বেশি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
৭০টি গম্বুজ বিশিষ্ট ঈদগাহ মিনারের দুইপ্রান্তে রয়েছে ৬০ফুট উচ্চতাবিশিষ্ট দুটি মিনার আর মাঝে রয়েছে ৫০ফুট উচ্চতা বিশিষ্ট দুটি মিনার রয়েছে। নকশা আর কারুকার্যেমন্ডিত এই ঈদগাহ মিনারটি আধুনিক যুগের দিনাজপুর তথা উত্তর অঞ্চলের অন্যতম স্থাপত্য বা সৃষ্টিকর্ম।
অন্য বারের মতো দিনাজপুরের ১৩ টি উপজেলাসহ পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী রংপুর সহ আরো কয়েকটি জেলার মুসল্লীগণ নামাজে অংশগ্রহণ করবেন।
সার্বক্ষণিক নিরাপত্তার জন্য নেয়া হয়েছে ৩ স্থরের নিরাপত্তা ব্যবস্থা। তৈরি করা হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার।
দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যাবস্থাপনায় তৈরি করা হয়েছে তোরণ, ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ওজুর স্থান।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান,আগত মুসুল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য ইতিমধ্যে তিন স্থরের নিরাপত্তা নেয়া হয়েছে, পুলিশের পাশাপাশি র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বাইরের জেলা থেকে আহত মুসুল্লিদের থাকার জন্য শহরের আবাসিক হোটেল গুলোতে ব্যাবস্থা নেয়া হয়েছে।
সকাল সাড়ে আটটায় প্রতিবারের মতো ঈদের নামাজে ইমামতি করবেন মাওলানা সামসুল আলম কাসেমী।