
সেন্ট্রাল ডেস্কঃ
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ঢেলে সাজাতে চাইছে মহানগরের নেতারা। এরই মধ্যে মহানগরের দুই অংশের প্রায় ১৪শ ইউনিট সম্মেলন শেষে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। এখন চলছে থানা ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন। এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে বলে মনে করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
বিপুল জনসংখ্যা বেষ্টিত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বাড়াতে ২০১৬ সালে উত্তর ও দক্ষিণ দুই অংশে দুটি কমিটি করা হয়। কিন্তু সেই কমিটি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক গতি বাড়াতে পারেনি।
আগামী জাতীয় নির্বাচন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন সংগ্রাম মোকাবিলায় ঢাকা মহানগর শাখার সাংগঠনিক ভিত্তি আরো শক্ত করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। সেজন্য মহানগরের তৃণমূল থেকে যোগ্য নেতৃত্ব তুলে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আওতাধীন ৮০২টি ইউনিট সম্মেলন শেষ করে নতুন কমিটি করা হয়েছে। মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ ৫৯৬টি ইউনিটের সব সম্মেলন শেষে নির্বাচিত হয়েছে নতুন নেতৃত্ব।
ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৬৪টি ওয়ার্ডের মধ্যে ১৩টি থানা ও এর অন্তর্গত ওয়ার্ডের সম্মেলন শেষ হয়েছে বলে জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী ল গের সভাপতি বজলুর রহমান।
ঈদের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৪টি থানা ও ৭৫ ওয়ার্ডের সম্মেলন শুরু হবে বলে জানান দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচিত ঢাকা মহানগর শাখার সম্মেলন শেষ হবে বলে জানান মহানগরের নেতারা।