
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ (১২জুলাই) সকাল ১০টায় জীবননগর সাংবাদিক সমিতির আয়োজনে জীবননগর বাসস্ট্যান্ডের সংযোগস্থলে এ মানববন্ধন আয়োজিত হয়।
মানববন্ধনে বক্তারা এই বর্বরোচিত হত্যাকান্ডের সঠিক বিচারের দাবিতে এবং উক্ত ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। সেইসাথে প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করাসহ এই হত্যাকান্ড নিয়ে যেন কেউ অপরাজনীতি করতে না পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান।
মানববন্ধনে জীবননগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সহ গণমাধ্যমের বিভিন্ন ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ তার নিখোঁজ হওয়ার ৫দিন পর (৭জুলাই) পার্শ্ববর্তী নদীর সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়। রুবেল কুষ্টিয়ার স্থানীয় দৈনিক কুষ্টিয়া খবর এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক আমাদের নতুন সময় এর কুষ্টিয়া প্রতিনিধি হিসাবে দায়িত্বরত ছিলেন।