
প্রেম
……………………….
সজীব আকবর
………………………….
মনে মনে পণ করেছে
করবে কিশোর প্রেম,
গঞ্জে থেকে আনলো কিনে
রঙিন কাঁচের ফ্রেম।
সেই ফ্রেমে বাঁধিয়ে রাখে
প্রেম রাধিকার ছবি,
দু’দিন পরেই গ্রামের মানুষ
জেনে গেলো সবই।
বসলো বিচার গ্রামের মাঝে
হাজার হাজার মানুষ,
সবাই চায় ফাটিয়ে দিতে
কাঁচা প্রেমের ফানুস।
কেউ বোঝেনা এভাবে কি
প্রেম ঠেকানো যায়,
যুগে যুগে চলছে যে প্রেম
আপন মহিমায়।।