

বগুড়া ব্যুরো :
সদ্য ঈদ উল আযহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার প্রচারণায় বগুড়ায় এসছেন নায়ক, নায়িকা, পরিচালক ও কলাকুশলীরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শহরের নবাববাড়ি সড়কে অবস্থিত সোনিয়া সিনেমা হলে বসে দর্শকদের সাথে ছবি দেখলেন ছবিটির নায়ক রোশান, নায়িকা পূজা চেরি ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা। এদিকে বগুড়ায় নায়ক রোশান ও নায়িকা পূজা চেরি আসার খবরে বিকেল থেকে সোনিয়া সিনেমা হল এলাকা অগণিত ভক্তরা পরিপূর্ণ করে ফেলে। হলে বসে ছবির দর্শকদের সাথে নায়ক রোশান ও নায়িকা চেরি কথা বলেন ও ভক্তদের আবদার মেটাতে মুঠোফোনে ছবি তুলেন। সাইকো সিনেমাটি এবার দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছ ঈদ উপলক্ষে।
মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার বিষয়ে নায়ক রোশান সাংবাদিকদের বলেন, আমার অভিনীত সিনেমা তৃতীয়বারের মতো ঈদে মুক্তি পেল। খুব ভালো লাগছে। আর আমি অ্যাকশন সিনেমা করতে পছন্দ করি। সাইকো সেই ঢংয়েরই সিনেমা। সিনেমাতে দারুণ গল্প রয়েছে। সকল দর্শকদের হলে সিনেমা দেখার আহ্বান জানান তিনি।
সিনেমার বিষয়ে অভিনেত্রী পূজা চেরি বলেন, সাইকো সিনেমার গল্প অসাধারণ। এতে সুন্দর গান, লোকেশন, ডায়লগ আছে। সব মিলিয়ে সাইকো একটি ফুল মাসালাদার ও ফুল প্যাকেজের সিনেমা। এছাড়া বগুড়ায় এসে অনেক ভাল লাগছে। আমি এতোটা আশা করিনি তবে আশার পর আমার ধারণা পাল্টে গেছে।
ছবিটির পরিচালক বগুড়ার সন্তান অনন্য মামুন বলেন, এবারের ঈদের তিনটা ছবি মুক্তি পেয়েছে- সাইকো, দিন দ্যা ডে ও পরাণ। আমার অনুরোধ বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে আপনারা তিনটা ছবিই হলে গিয়ে দেখুন। সাইকো সিনেমাটিতে এ্যাকশন, ড্রামা, গান সবকিছুই রয়েছে। সাইকোর বেশ ভালো সাড়া পাচ্ছি।
উল্লেখ্য, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। সাইকো সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন। বাংলাদেশ ও নেপালে ছবিটির শুটিং করা হয়েছে বলেও পরিচালক অনন্য মামুন জানিয়েছেন।