

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তার নাম রুম্মান আক্তার (২২)।
শুক্রবার রাত ৩টার দিকে র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছদাহা আফজালনগরের ওই নারীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নারী ওই এলাকার মোঃ পারভেজের স্ত্রী। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদে শুক্রবার রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগরের একটি বাড়ি ইয়াবা আছে এমন খবর পেয়ে র্যাব অভিযান চালায়। এসময় পারভেজের ঘরের ছাদে উঠার সিড়ির রুমের ভিতর থেকে ৭ হাজার পিছ ইয়াবাসহ ওই নারীকে গ্রেপ্তার করে। র্যাব জানায়,গ্রেপ্তার নারী ও পারভেজ দুজনেই স্বামী স্ত্রী। দুজনেই ওই এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী রুম্মান আক্তারকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা চট্টগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে।