
সাভার প্রতিনিধি :
সোমবার বিকেলে সাভার পৌর এলাকার মজিদপুরে অভিযান চালিয়ে জাল টাকা সহ ২ জনকে আটক করে র্যাব।
র্যাব-৪ জানায়, সাভারের মজিদপুরের সাইফুল ইসলামের বাড়ীতে জাল টাকা তৈরির কারখানা রয়েছে। বাড়িটিতে থাকা ভাড়াটিয়া কারখানাটি চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল বাড়িটিতে অভিযান চালায়। এ সময় অভিযানে তুহিন ও মহিবুল্লাহ নামের জাল নোট তৈরির সাথে জড়িত ২জনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমান জাল নোট, ল্যাপটপ, প্রিন্টার, ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটককৃতদের মধ্যে মহিবুল্লাহর বাড়ী ঝিনাইদহ, সে ঝিনাইদহ পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা পাস করেছে এবং এ বিষয়ে সে একজন দক্ষ টেকনেশিয়ান। অপরদিকে তুহিনের বাড়ি রাজবাড়ী, সে জাল টাকা ডিস্টিবিউশনের কাজটি করতো। সাভারের মজিদপুরে সাইফুল ইসলামের বাড়িতে একটি ফ্লাট ভাড়া নেন এবং সেখানে গোপনে ১’হাজার ও ৫’শত টাকার নোট সহ জাল নোট তৈরীর কারখানা খুলে বসেন। তাদের সাথে আর কে কে জাল নোট তৈরীর কারখানার সাথে জড়িত রয়েছেন তা খুঁজে বের করা হবে।