
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মায়া খাতুন (১৫) নামে একজন ৮ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। মায়া বগুড়া গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের দয়েরপাড়া গ্রামের আঃ মালেকের মেয়ে। সে গাবতলী ওয়েলফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। মায়ার বাবা মালেক ঢাকায় একটি মেডিক্যাল কলেজে চাকুরী করেন।
স্হানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মায়া তার দুলাভাই আবু রায়হানের সাথে মোটরসাইকেল যোগে সারিয়াকান্দি কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেয়। বিকাল ৩ টা ৪০ মিনিটে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের গরুমারা সেতুর পাশে সারিয়াকান্দি বগুড়া রোডের উপর সারিয়াকান্দি থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মায়া ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্হানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় মায়াকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্হার অবনতি বিবেচনায় তাকে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক বিকাল ৫ টা ৪০ মিনিটে মায়াকে মৃত বলে ঘোষণা করে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।