
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে ভারতীয় কয়লা ও বিপুল পরিমাণ মদের চালান সহ বারকী নৌকা আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল (১৬ জুলাই) সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১০ ঘনফুট ভারতীয় পাথর ও একটি বারকী নৌকা আটক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫১ হাজার, ২ শত টাকা।বিরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯২/৬-এস এর নিকট হতে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে, যার মূল্য ৩০ হজার টাকা।
অপরদিকে, লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৪ এর নিকট হতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে, যার মূল্য ৬৯ হাজার টাকা।একইদিনে, লাউরগড় বিওপির সীমান্ত পিলার ১২০৫ এর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকসেদপুর থেকে ৭২ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে, যার মূল্য ১ লাখ,৮ হাজার টাকা।লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ থেকে ১০ হাজার, কেজি ভারতীয় কয়লা আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ, ৩০ হাজার টাকা।
‘সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।’