
মেয়েটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই, পালাক্রমে চার জনের বুকের দুধ পান করছে শিশুটি
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টর, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। সোমবার (১৮ জুলাই) রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
এর আগে শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্টভবন এলাকায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নারীর গর্ভে থাকা নবজাতক নিহত মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ হয়। নিহতরা হলেন- স্বামী জাহাঙ্গীর আলম (৪২), স্ত্রী রতœা বেগম (৩০) ও শিশু সন্তান সানজিদা (৬)। তাদের বাড়ি উপজেলার রায়মনি ফকির বাড়ি।
ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন বলেন, ‘সোমবার রাতে সাভার থেকে র্যাবের একটি দল গ্রেফতার করে ঘাতক চালককে। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় র্যাব কাওরান বাজার শাখার মিডিয়া সেন্টার থেকে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
মঙ্গলবার সরেজমিন লাবিব হাসপাতাল (প্রাঃ) এ গেলে হাসপাতালটির মালিক শাহ জাহান জানান, ফটো থেরাপীর জন্য শিশুটি লাবীব প্রাইভেট হাসপাতাল থেকে সাময়িক ভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শিশু বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামানের তত্ত¡াবধানে লাবিব হাসপাতালে সদ্যজাত শিশুটি চিকিৎসাধীন রয়েছে। শিশুটি শঙ্কামুক্ত আছে এবং আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ভাঙা হাড় জোড়া লাগাসহ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন শাহ জাহান। তিনি জানান, আমার স্ত্রীর সহযোগিতায় হাসপাতালে সদ্য প্রসৃতি চারজন মা পালাক্রমে তাদের বুকের দুধ পান করাচ্ছেন। মেয়ে শিশুটিকে দত্ত¡ক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।এই বাচ্চাটিকে সুস্থ করাই তাদের প্রধান লক্ষ্য। দত্তক নেওয়ার বিষয়ে বাচ্চার দাদা-দাদী পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। তবে লাবীব হাসপাতালের মালিক শাহজাহান জানান, মেয়ে বাচ্চাটাকে লালন-পালন করতে দত্তক নিতে আগ্রহী তার স্ত্রী। আমি এই বাচ্চার চিকিৎসা ও সেবার কোন বিনিময় চাইনা।
তিনি আরো জানান,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সার্বিক সহযোগিতায় সোনালী ব্যাংক ত্রিশাল শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে। যার হিসাব নং-৩৩২৪১০১০২৮৭২৮। ইতোমধ্যে হিসাবটিতে অনেকেই টাকা জমার আগ্রহ প্রকাশ করেছেন।….
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান স্যারের নির্দেশে শিশুদের দেখভাল করার জন্য উপজেলা সমাজসেবা অফিসারের সহায়তায় তাদের দাদি সুফিয়া আক্তারের জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে শিশুটির জন্য ভিজিডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, গর্ভ ফেটে ভূমিষ্ঠ হওয়া নবজাতক কন্যা এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সোমবার (১৮ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্যারের নির্দেশে ত্রিশাল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়। তিনি আরো জানান, ‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তনের সহায়তা হিসাব’ শিরোনামে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী অ্যাকাউন্টটি খোলা হয়েছে। যার নম্বর ‘৩৩২৪১০১০২৮৭২৮’।
নবজাতক ও তার দুই ভাই-বোন নাবালক হওয়ায় তাদের দাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে। এ পরিবারটিকে যারা সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন, তারা এই অ্যাকাউন্ট নম্বরে সহায়তার অর্থ পাঠাতে পারেন। তিনি আরও জানান, পরিবারটির বর্তমান অবস্থা বিবেচনায় আরও বেশ কিছু কর্মকান্ড হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও পরিবারটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও শিশুদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।