
আলমগীর হোসেন, চাপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ভিতরে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পানামা সূত্রে জানা গেছে, RJ09GB-4660 নম্বরের একটি ভারতীয় ট্রাক ব্লিচিং পাউডার বোঝাই করে বুধবার দুপুর ২টায় পানামা পোর্ট লিংকে প্রবেশ করে। এর আগে গত ১০দিন ভারতের মহদীপুরে পণ্য বোঝাই থাকা অবস্থায় অবস্থান করে। এতে প্রচন্ড রোদে কেমিক্যাল উত্তাপ্ত হয়ে আগুনে সূত্রপাত ঘটে।
এব্যাপারে, শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাদের-ই কিবরিয়া জানান, পানামায় ট্রাকে আগুন লাগানোর সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক দূর্ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ব্লিচিং পাউডার বোঝাই একটি লরি ভষ্মিভূত, একটি গম বোঝাই ভারতীয় ট্রাকের আংশিক ও একটি বাংলা ট্রাকের আংশিক পুড়েছে। এতে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়।
এদিকে, পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার কো-অর্ডিনেটর টিপু সুলতান জানান, RJ09GB-4660 নম্বরের একটি ভারতীয় ট্রাক ব্লিচিং পাউডার বোঝাই করে বুধবার দুপুর ২টায় পানামা পোর্ট লিংকে প্রবেশ করে। এর আগে গত ১০দিন ভারতের মহদীপুরে পণ্য বোঝাই থাকা অবস্থায় অবস্থান করে। এতে প্রচন্ড রোদে কেমিক্যাল উত্তাপ্ত হয়ে আগুনে সূত্রপাত ঘটে। এছাড়া একটি গম বোঝাই ভারতীয় ট্রাক ও একটি বাংলা ট্রাকের আংশিক পুড়েছে। এতে ব্লিচিং পাউডার পুড়ে যাওয়ায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।