

মলয় রঞ্জন সরকার, নেত্রকোনাঃ
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালুবোঝাই ভলগেট ও যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকার এক যাত্রী নিখোঁজ হয়েছেন।
শনিবার সকাল ১০টা নাগাদ নিখোঁজের ১৯ ঘন্টা হলেও এখন পর্যন্ত ওই যাত্রীর সন্ধান মিলেনি।
নিখোঁজ যুবক উজ্জ্বল হোসেন (২৮) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
শুক্রবার বিকেল ৩টার দিকে রামবাড়ি গ্রামে সোমেশ্বরী নদীতে এ ঘটনা হয়।
দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, বিকাল পৌনে তিনটার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরী ঘাট থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশ্য ছেড়ে যায়। পথে রামবাড়ীতে পৌঁছলে ভলগেটের সাথে নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকাতে থাকা সকল যাত্রী নদীতে ছিটকে পড়ে যায়৷ তখন নদীতে থাকা অন্য নৌকাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন উজ্জল হোসেন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
এখনো নিখোঁজ উজ্জ্বলের সন্ধান পাওয়া যায়নি।
পূর্বধলা ফায়ার স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাই। জামালপুর থেকে আসা ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে।নদীতে স্রোত বেশি। তাই সন্ধান পেতে দেরি হচ্ছে।