
জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব এর আনুষ্ঠানিক নিবন্ধন শুরু হলো।
সোমবার (১১ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উৎসব আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক কিরণময় বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ সিদ্দিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ১০নং ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু। এসময় উৎসবে নিবন্ধন করেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খোরশেদ আলম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল প্রদ্বীপ কুমার সরকার, গাইবান্ধা এন এইচ মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রোকন, দারিয়াপুর কিয়ামত উল্যাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম, কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমির প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, খোর্দ্দ মালিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালী আখতার দোলাসহ অনেকে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উৎসব আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, যুগ্ম আহবায়ক মোস্তাফিজু রহমান মুকুল, নিবন্ধন উপকমিটির আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ। শেষে সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক আনিছুজ্জামান দুলুর পরিচালনায় পরিবেশিত মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।