

বগুড়া ব্যুরো :
বগুড়ার সোনাতলার ভেলুপাড়ায় স্ত্রী’র কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রত্নতাত্বিক, গবেষক, সংস্কৃতজন প্রফেসর ড. এনামুল হক। শুক্রবার বাদ জুম্মা ভেলুপাড়া ড. এনামুল হক ডিগ্রী কলেজ মাঠে ৩য় জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যাদুঘরের সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে বগুড়ার টিএমএসএস এর ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীতে ২য় জানাযা শেষে সকাল সোয়া ১০ টার দিকে বগুড়া কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ড. এনামুল হকের মেয়ে তৃনা হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সংস্কৃতজন আব্দুল হান্নান, আতিকুর রহমান মিঠু, টিএমএসএস এর নির্বাহি পরিচালক ড. হোসনে আরা বেগম, সিপিবি সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বিএমএ ও বঙ্গবন্ধু পরিষদ নেতা ডা: শফিক আমিন কাজল উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কিংবদন্তীতুল্য প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ড. এনামুল হক গত ১০ জুলাই রাজধানীতে নিজে বাসভবনে মারা যান। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘরে রূপান্তর এবং প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক হিসেবে তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ড. এনামুল হক ২০১৭ সালে একুশে পদক ও ২০২০ সালে স্বাধীনতা পদক এবং ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হন।