
ইসমাইল মাহমুদঃ
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান-উর-রহমান আজ ১৬ জুলাই দুপুর দেড়টায় সিরাজগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ দুর্ঘটনায় আরো ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে বিটিআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান-উর-রহমান তাঁর গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ কর্মস্থলে ফেরার পথে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কালুপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আগত পণ্যবাহী দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাসের যাত্রী রায়হান-উর-রহমান ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান-উর-রহমানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন এবং বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ। তারা মো. রায়হান-উর-রহমানের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।