
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) থেকে সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের ২হাজার ১০৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নের পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম (বাবু মিয়া)।
এ সময়-ইউপি সচিব সৌরভ কুন্ডু, জোড়াদহ পুলিশ ক্যাম্পের টু-আইসি হানিফ শেখ , ট্যাগ অফিসার ,সকল ইউপি সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২হাজার ১০৯টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।