
হরিণাকুন্ডু(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আযহা পাঁচশ‘ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরতলির পারফলসী এলাকায় হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়, চিথলিয়াপাড়া ও ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্জয় ট্রাস্টের পক্ষ থেকে এই উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ওই ট্রাস্টের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী সঞ্জয় কুমার সাহা, ওসি সাইফুল ইসলাম, আমেরিকা প্রবাসী আরিফুল ইসলাম, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এম, সাইফুজ্জামান তাজু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শুভংকর বিশ্বাস, শিক্ষক গদাধর জোয়ার্দার, মানোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম, এসএমসির সদস্য আহসান হাবিব প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসহায়দের চিকিৎসাসেবা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, অসহায় মানুষকে খাদ্য ও বস্ত্র সহায়তাসহ সেবামূলক নানা কাজে সম্পৃক্ত রয়েছেন এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সঞ্জয় কুমরা সাহা। মহামারী করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তায় এই ট্রাস্টের ভূমিকা ছিল প্রসংশনীয়।
এসব উহারের মধ্যে ছিল চিনি, সেমাই, ডাল, তেল, সাবান, হুইল পাওডার, আলু, পিয়াজ ও রসুন।