
ভারতের আসামরাজ্যের হাইলাকান্দিতে জলে ডুবে ২ জনের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন আসামের হাইলাকান্দি আলগাপুরের কালীনগর তৃতীয় খন্ডের অজয় শীল(৩৫)। শনিবার রাতে বাজার থেকে ঘরে ফেরার পথে তিনি নিখোঁজ হন।
অপরদিকে একই দিনে হাইলাকান্দি আলগাপুর দ্বিতীয় খন্ডের মকবুল আলী লস্কর বন্যার জলে ডুবে প্রাণ হারালেন। জানা যায়, রবিবার ভোরে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। এদিন সকাল সাড়ে ৭টায় আলগাপুর দ্বিতীয় খন্ডের একটি বিল থেকে মকবুল আলি লস্করের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।