
আশীষ দাশ গুপ্ত, হাওড়াঞ্চল প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার হাওড়ে বার্ষার পানিতে নৌকা ডুবে ঝুমুর নামের (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু রুহিতনসী মাইজের হাটি এলাকার মোঃ আরমানের মেয়ে ঝুমুর। সোমবার ১১ জুলাই সকালে দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আরমান মিয়া সপরিবারে ঢাকা থেকে রাতের গাড়িে বাড়ীতে আসার উদ্দেশ্যে বামৈ এসে, বামৈ থেকে নৌকা দিয়ে রুহিতনসী নিজ বাড়িতে রওয়ানা হলে চিকনপুর নামক স্হানে হাওড়ের আসলে বর্ষার পানির ঢেউয়ে নৌকাটি তলিয়ে যায়। এ সময় পরিবারের লোকজনের সুচিৎকারে নৌকা দিয়ে স্হানীয় লোকজন এগিয়ে আসলে অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পানির নিচ তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নরুল বসর চৌধুরী মৃত্যুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।