

আশীষ দাশ গুপ্ত হাওড়াঞ্চল প্রতিনিধি।।
ঈদের ছুটিতে হাওরাঞ্চল এখন পর্যটন কেন্দ্র। গোটা হাওরাঞ্চল সুন্দর প্রকৃতির রূপ নিয়েছে। এক সময়ে মানুষ হাওরাঞ্চলের যেতে চাইত না । কিন্তু আজ হাজার হাজার মানুষ সারা দেশ থেকে হাওড়ে বেড়াতে যায় নৌকা নিয়ে। সিলেট বিভাগের শেষ সীমানা হবিগঞ্জ জেলা সদর থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে চিকন পুর ব্রিজ থেকে ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত লাখাই বাজার যেতে পানি কম থাকায় ছোট বড় নৌকা দিয়ে মানুষ ঘুরছে। বর্ষার ঢেউয়ের খেলা বিকালে সূর্য আলোতে প্রতিচ্ছবি ভরপুর শীতল সমীরন আপনাকে দেখিয়ে দিবে সমূদ্র বিলাসের সুখ। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর আমাদের মিনি কক্সবাজার লাখাই। হাওড় কিশোরগঞ্জের অষ্টগ্রাম দিল্লির আখরা একটি দীপ চতুর্দিকে পানির মধ্যবর্তী স্থানে এটির অবস্থান। এখানকার বিস্তৃত জলরাশি প্রাণ ছুঁয়ে যায় দর্শনার্থীদের।
তবে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবী জানিয়েছেন ঘুড়তে আসা মানুষদের অনেকেই । তখন প্রকৃত অর্থেই হাওড় হবে অপার সৌন্দর্যমন্ডিত এলাকা। অপার বিনোদনের এক তীর্থ স্থান।
ঈদের ছুটিতে অনেক মিঠামইন হাওড়ে না যেতে পেরে ছুটছেন লাখাই হাওরে।
বিশাল জলরাশি বেষ্টিত এ অঞ্চলে রয়েছে অনেক বিখ্যাত ব্যক্তি জন্মভিটা। আছে নানবিধ ঐতিহাসিক নিদর্শন। এখানকার স্বজনগ্রাম টাউনশীপ ঐতিহাসিক দত্ত বংশের বাড়ী, লাখাই শ্যামবাবুর জমিদার বাড়ি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভুমি, ভাদিকারা মরমী কবি শেখ ভানু শাহের মাজার, বামৈ শ্রীশ্রী গোপাল জিউ আশ্রয়, বামৈ দয়ানন্দের আশ্রম, বুল্লা হযরত শাহ বায়োজিদের মাজার।
হাওরাঞ্চলের অপার পর্যটন সম্ভাবনা ও সমৃদ্ধ হাওড়ের স্বপ্নের কথা তুলে ধরে এর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভাটি অঞ্চলের প্রান পুরুষ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সারা বছর চলাচল উপযোগী অলওয়েদার রোড হয়েছে, বড় বড় সেতু হয়েছে, গ্রামে গ্রামে সাবমার্জেবল রাস্তা হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। প্রতিটি ঘর আজ বিদ্যুতের আলোয় আলোকিত। ভবিষ্যতে ফ্লাইওভারের মাধ্যমে সারা দেশের সঙ্গে হাওড়ের সরাসরি যোগাযোগ সৃষ্টি হবে। কাজেই হাওরবাসীর স্বপ্ন অনেক উপরে। অষ্টগ্রাম থেকে লাখাই সড়ক যোগাযোগ করবে, ধলেশ্বরী নদীতে দুইটি সেতু করবে। এদিকে হবিগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট আবু জাহির হাওরে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন। লাখাই থোকে বামৈ আডোবা রাস্তা নির্মান করবেন বলে তিনি বলেন। এই রাস্তাটি নির্মান হলে লাখাই স্বজনগ্রামে গড়ে উঠবে মনোমুগ্ধকর পর্যটক কেন্দ্র।