
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় থানার হাজতখানার গ্রিল ভেঙে পালানো আলোচিত ছবির হোসেনকে (৩৩) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ছবির হোসেন দুলালপুর ইউনিয়নের ভিটিকালামিনা গ্রামের মৃত এনা মিয়ার ছেলে।
ওসি সাইফুল ইসলাম জানান, ৪টি ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছবির হোসেন। একটি মামলায় ২০১৪ সালে তাকে গ্রেফতার করে থানার হাজতখানায় রাখা হয়। কিন্তু সে হাজতখানার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।
ওই ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও ছবিরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।