

মোহাম্মদ হোসেন, হাটহাজারীঃ
চট্টগ্রামের হালদা নদী থেকে ৬ হাজার ঘেরা জাল জব্দ করে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই)দুপুর সাড়ে ১২ টা থেকে ১টা ৪৫মিনিট অভিযান চলে। চট্টগ্রাম এর ইনচার্জ মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ হালদা নদীর কচুখাইন ও হালদা নদীর মোহনা এলাকায় অভিযান পরিচালনা কালে পাতানো অবস্থায় দাবিদারহীন অবৈধ ৬ (ছয় ) টি প্রতিটি ১০০০ করে ৬,০০০ মিটার সুতার জাল উদ্ধার করা হয়। হালদা নদীতে অভিযান ও টহল অব্যহত থাকবে বলে জানান নৌ-পুলিশ।