

মোহাম্মদ হোসেন, হাটহাজারী, চট্টগ্রামঃ
চট্টগ্রামে হালদা নদীতে ফের অভিযানে ২৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেন নৌ-পুলিশের টহল দল। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে অভিযান শুরু করে শেষ হয় বিকেল ৩টা ১৫ মিনিটে। এক ঘন্টা অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে জাল গুলো উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ জানায়, আজকের দিনে দ্বিতীয় দফা অভিযানে হালদা নদীর মোহনা ও তৎসংলগ্ন কচুখাইন, কদুরখিল প্রভৃতি এলাকায় পুলিশ সুপার, নৌ পূলিশ চট্টগ্রাম এর নেতৃত্বে সদরঘাট নৌ থানার অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মৎস্য শিকারের জন্য নিষিদ্ধ ঘোষিত এলাকায় অবৈধভাবে পাতানো ১০ টি ভাসা সুতার জাল, প্রায় ২৩ হাজার মিটার উদ্ধার করা হয়। উক্ত অবৈধ জাল প্রচলিত আইন মোতাবেক ধ্বংস করা হয়।বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজে প্রাকৃতিক মৎস্য প্রজননের সুরক্ষায় নৌ পুলিশ, চট্রগ্রাম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সকলের সহযোগিতার অনুরোধ জানান।