

মোহাম্মদ হোসেন, হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার ফুট ঘেরা জাল জব্দ করেন নদীতে টহলরত নৌ-পুলিশ। বৃহ্পতিবার(১৪ জুলাই) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা অভিযান অভিযান পরিচালনা করে হালদা নদীর উঃ মোহরা ও কচুখাইন এলাকায়
পাতানো অবস্থায় দাবিদারহীন অবৈধ (চর ঘেরা জাল ৮ টি প্রতিটি ১০০০ করে) ৮০০০ মিটার চর ঘেরা জাল উদ্ধার করা হয়। পরে তা পুড়ে ফেলা হয়। উল্লেখ্য হালদা নদীতে সকল মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
নৌ-পুলিশ জানায়, নিয়মিত আমাদের অভিযান চলছে,এর পরেও থেমে নেই, চক্রটি জাল দিয়ে নদী থেকে অবৈধ ভাবে মাছ শিকারে। অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে জানান নৌ পুলিশ।