

তোফায়েল হোসেন জাকির, জেলা প্রতিনিধি, গাইবান্ধা:
‘হামার ছৈলের হুইলচিয়ার নিয়্যা দেও বাহে’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সেটি নজরে আসে গাইবান্ধার পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের । অবশেষে প্রতিবন্দি লিমন মিয়া (৮) কে একটি হুইলচেয়ার দিয়ে পাশে দাঁড়িয়েছেন সংগঠনের নেতাকর্মিরা।
শনিবার (৯ জুলাই) বিকেলে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকাপা (পশ্চিমপাড়া) গ্রামের প্রতিবন্দি লিমন মিয়াকে হুইলচেয়ারটি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর উপপুলিশ পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ, পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল, সদস্য রায়হান, সানোয়ার, ফাহিম, রবিউল, রোহান, ফাহিম, মামুন প্রমুখ।
এই চেয়ারটি পেয়ে প্রতিবন্দি লিমনের মা লাভলী বেগম বেগম বলেন, আমরা গরীব মানুষ। ছেলের জন্য হুইলচেয়ার কেনার সামর্থ ছিলো না। কতো মানুষের কাছে ঘুরছি কেউই সহযোগিতা করেনি। আজ তরণ সংঘের চেয়ার পেয়ে অনেকটাই আনন্দিত।
উল্লেখ্য, ভেলাকোপা (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের ছেলে লিমন মিয়া। জন্মগতভাবে প্রতিবন্দি। কোনভাবেই হাঁটা-চলা করতে পারে না। হুইলচেয়ার না থাকায় সারাক্ষণ মাটি বা বিছানায় জীবন কাটাতে হচ্ছে লিমন মিয়াকে।