
হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় শোক র্যালী, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে প্রয়াত হুমায়ূন আহমেদের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে এই কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে কুরান খতম পড়ানো হয়।
পরে শোক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
হুমায়ূন আহমেদের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে প্রধান শিক্ষক মো.আসাদুজ্জামান বলেন, হুমায়ূন আহমেদের স্যারের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কুরান খতম,শোক র্যালী, কালো ব্যাজ ধারণ এবং হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে দুপুরে প্রয়াত হুমায়ুন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কবি সাহিত্য এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।