
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তী ঃ বৃহস্পতিবার রাতে ভারতের আসামরাজ্যের করিমগঞ্জ পুলিশ ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। করিমগঞ্জ জেলার বারইগ্রামে একটি বলেরো গাড়ি, নম্বর এমএল -০৪৫০৬৫ এর ওয়েল ট্যাংক থেকে ওই ড্রাগস জব্দ করেছে পুলিশ। ৫০০ গ্রাম হেরোইন ছিল ওই ট্যাংকে। যার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত আসামরাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের খুড়তুতো ভাই আফতার হোসেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আফতারের বাবা আব্দুল শুক্কুর ধলছড়া পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করেন। ওই দিন রাতে এখবর প্রচার হওয়ার পর পুরো বরাক জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।