
আসাম, প্রতিনিধি, সুজন চক্রবর্তী:
প্রত্যেকদিন ভারতের আসামরাজ্যের কাছাড়জেলার বিভিন্ন স্থানে সার, বার্মিজ সুপারি, মশার কয়েল, সিগারেট ইত্যাদি পুলিশের জালে ধৃত হচ্ছে। সোমবার আসাম- মিজোরাম সীমান্তের লাইলাপুরে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি আটক করেছে পুলিশ বাহিনী। লাইলাপুর পুলিশ রুটিন তল্লাশির সময় মিজোরাম থেকে দুটি লরি এবং একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে প্রচুর পরিমাণে বার্মিজ সুপারি উদ্ধার করা হয়। পুলিশ তিনটি গাড়ি থেকে ১৫৬ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে। গাড়িচালক ও সহ চালককে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন যথাক্রমে হিমাচল প্রদেশের শ্যামলাল, বড়পেটার সঞ্জু চৌধুরী, আনোয়ার হুসেন ও মেঘালয়ের ভিমলি পারং। বার্মিজ সুপারিগুলো মিজোরামের ভাইরেংতি থেকে কাছাড়ের কাটিগড়া হয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেগুলো আদার নিচে করে পাচার করতে গিয়ে ধরা পড়ে।