
জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ
গাইবান্ধায় দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এসময় ১৭২ জন মানুষের মাঝে ৮ লাখ ৪৮ হাজার টাকা চেক দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় অধিদপ্তরের আয়োজনে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদেকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের অধিদপ্তর উপ-পরিচালক ফজলুল হক, প্রবীন শিক্ষক মাযহার উল
মান্নান, জেলা সমাজসেবা অফিসার (রেজিষ্টার) মিজানুর রহমান মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা সমাজসেবা অফিসার (রেজিষ্টার) মিজানুর রহমান মল্লিক জানান, অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ জন ব্যাক্তিকে ৪ হাজার করে ৬৪ হাজার টাকার চেক,
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ জন দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান মূলক ৪ হাজার করে ৬৪ হাজার টাকার চেক, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০ জন ব্যক্তিকে ৫ হাজার করে অনুদান মূলক ২ লক্ষ টাকার চেক ও সুন্দরগঞ্জের দুঃস্থ মোজাম্মেল হককে ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা
হয়েছে।