
বগুড়া অফিস : ‘আত্মমানবতায় সমাজ গড়ি , দানে নয় নিজের টাকায় ইফতার করি’ স্লোগানে বগুড়ায় একদল তরুণ তাদের ব্যক্তিগত উদ্যোগে ১ (এক) টাকায় ইফতার বিক্রি করছেন। এই ইফতারের ক্রেতারা হলেন, সমাজের পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, ছিন্নমূল, ভিখারি, পথচারী ও বৃদ্ধ রিক্সাচালকরা। রমজানের প্রথম দিন থেকেই শহরের সাতমাথায় লাইফ লাইন ব্যানারে তারা এই ইফতার বিক্রি করছেন এই তরুণরা। পুরো রমজান জুড়ে তারা এই ১ টাকায় ইফতার বিক্রির কর্মসূচি চালাবেন বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার তারা ৫০০ প্যাকেট ইফতার ১ টাকা করে বিক্রি করেছেন।
বুধবার ও বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় কথা হয় ইফতার বিক্রি করা তরুণদের সাথে। তারা জানায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষেরা। রোজার মাসে খেটে খাওয়া এসব মানুষের ভোগান্তি আরও বেড়েছে। কাজের তাগিদে বেশির ভাগ দিনই ইফতারের সময় পথেঘাটে কাটাতে হয় তাঁদের। কিন্তু দাম বেশি হওয়ায় দোকান থেকে ইফতারসামগ্রী কিনে তৃপ্তি নিয়ে খাওয়ার সুযোগ নেই। সেই কথা মাথায় রেখে বগুড়ায় নিম্ন আয় ও ছিন্নমূল মানুষের জন্য এক টাকায় ইফতার বিক্রি করছেন তারা।
ইফতার কিনতে আসা বৃদ্ধ রিক্সাচালক মহররম আলী বলেন, অন্য জায়গায় যে বিরিয়ানি কিনতে ৫০-৬০ টাকা লাগে সেই বিরিয়ানি এখানে এক টাকা দিয়ে কিনতে পারছি।
একটাকায় ইফতার কিনতে আসা ভিখারি মরিয়ম বলেন, আমরা সারাদিন অন্যের কাছে হাত পেতে চলি। ইফতার কেনার সামর্থ্য নাই। তারা এক টাকায় ইফতার দিচ্ছে অন্তত পেট ভরে খেতে পারছি। রোজার প্রথম দিন থেকে এই ইফতার কিনে খাচ্ছি।
কর্মসূচির উদ্যোক্তা ভিডিও ও ফটোগ্রাফি পেশায় যুক্ত আহসান হাবীব সেলিম বলেন, দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে। রমজানে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের জন্য কিছু করার চিন্তা মাথায় আসে। প্রতিদিন এক টাকায় ইফতার বিক্রি করবো এই পরিকল্পনার কথা আমার পরিবারকে জানাই এবং তারা আমাকে এই কাজে সমর্থন। আর্থিক ঘাটতি পূরণে পরে নিজের শখের ক্যামেরাও বিক্রি করে দিয়ে ইফতার বিক্রির কাজ শুরু করি। রমজানের ৩য় দিন শতাধিক মানুষের মাঝে এক টাকায় ইফতার করি। এতে প্রচুর মানুষের ভালবাসা ও দোয়া পেয়েছি।
সেলিম আরও বলেন, রমজান মাসজুড়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। এতে এখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ইচ্ছা আছে ৫টাকায় ঈদের একটি প্যাকেজ বিক্রি করবো। যেখানে ঈদে খাবারের বিভিন্ন পণ্য থাকবে।
এই উদ্যোগের সাথে ইকবাল, তপু, টুটুল, তুফান খান সহ আরও অনেকে।
বৃহস্পতিবার বিকেলে সেলিমের সাথে যুক্ত হয়ে ৫০০ প্যাকেট গরুর গোস্তের বিরিয়ানি ব্যক্তিগত ভাবে দিচ্ছেন তুফান খান। তিনি জানান, রমজানের প্রথম দিন থেকে সেলিম এই মানবিক কাজ করছে। বিষয়টি আমার ভাল লেগেছে। তাই এই উদ্যোগের সাথে যুক্ত হয়ে আজ শহরের অসহায়, দুস্থ, ছিন্নমূল, পথচারী ও রিক্সাচালকদের মাঝে ১ টাকা করে ৫০০ প্যাকেট ইফতার বিক্রি করা। যাতে তারা মনে করে নিজের টাকা ইফতার করলাম।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সুশীল সমাজের মানুষজন। এবিষয়ে বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, একদল মানুষকে বিনামূল্যে নয় বরং ১ টাকায় ইফতার করার সুযোগ করে দিচ্ছে। এতে যে ব্যক্তি কিনছেন তারা এই সমাজের ছিন্নমূল মানুষরা। যারা দিনমজুর, অসহায় ও দুস্থ। বিষয়টি সত্যি অনন্য। এভাবে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।