
মোঃ আসাদুজ্জামান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় গতকাল রাতে তাজমহল মোড়ে বাক প্রতিবন্ধী ছেলে খোঁজ মিলে। এ সময় নিউ গৌরাঙ্গ ফার্মেসির স্বত্বাধিকারী অনিক ঘোষ, স্বপ্নপূরন ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ওয়েডিং প্লানার এর স্বত্বাধিকারী আকাশ ঘোষ ছেলেটা কথা বলতে চাই সে কিছুই বলে না। সে সময় ছেলেটা রাতে খাওয়ার ব্যবস্থা করে দেয়।
আজ সকালে ছেলেটা আবারও হারিয়ে যায় পরে এদিক সেদিক খোঁজাখুঁজির পরে আবার তাকে পাওয়া যায়। জাগ্রত সমাজ কল্যাণ সংগঠন দিনাজপুর শাহরিয়ার শিবির মাধ্যমে ছেলেটির পরিবারের খোঁজ মিলে।
ছেলেটি বাড়ি কাহারোল উপজেলায় বাবা নাম মোঃ মনির হোসেন। তিনি বলেন এর আগে দুইবার তার ছেলে হারিয়ে ছিলো। আবারও হারিয়ে গেলে খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায়নি। নিউ গৌরাঙ্গ ফার্মেসি স্বত্বাধিকারী অনিক ঘোষ দেশবাংলাকে বলেন- ঠাকুরগাঁও থেকে একটি পিকআপ ছেলেটি তাজমহলে মোড়ে নামিয়ে দিয়ে যায়। পরে পিকআপ চালক এর সাথে কথা বলে তিনি বলেন তারাও বুঝতে পারেনি কখন কিভাবে বাচ্চাটা তাদের গাড়িতে উঠেছে। পরে ফেসবুক বিভিন্ন গ্রুপ পোস্ট করার পরে তার পরিবারের খোঁজ নিলে।
ফিরোজকে খুজে পেয়ে তার পরিবার অনেক খুশী।তিনি বলেন – যারা আমার ছেলে খুঁজতে সাহায্য করেছে তাদের ঋণ ভুলার নয় ।