
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে ২০ হাজার গ্রাহকের প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে একটি এমএলএম ‘জেকা বাজার লি:’ কোম্পানীর নির্বাহী পরিচালক মো. জাবিউল্লাহ খান জাবের(২৭)কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
গত শনিবার বিকালে ফরিদপুর জেলার আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান রাজবাড়ী জেলা সিআইডি পুলিশের পরিদর্শক মো. জিল্লুর রহমান।
গ্রেফতারকৃত মো. জাবিউল্লাহ খান জাবের রাজবাড়ীর কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি এমএলএম কোম্পানী জেকাবাজার লিমিটেড নামের কথিত ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, সম্প্রতি মো. জাবিউল্লাহর পিতা মো. শুকুর আলী সংবাদ সম্মেলন করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় জাবেরকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন।
আরো জানা গেছে, ২০২১ সালের ২ নভেম্বর ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে ই-কমার্স ব্যবসা পরিচালনার দায়ে জেকাবাজার লিমিটেডকে সিলগালা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই লাখ টাকা জরিমানা করে। এরপর থেকে আন্ডার গ্রাউন্ড ব্যবসা চালিয়ে যান মূলহোতা জাবিউল্লাহ। ওই বছরের ২২ নভেম্বর জেকাবাজারের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে রাজবাড়ী সদর থানায় মামলাও হয়।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর দীর্ঘ আট-নয় মাস পেরিয়ে গেলেও বিনিয়োগের টাকা ফেরত পাননি গ্রাহকরা। ফলে টাকা ফেরত ও জাবিউল্লাহ খানের বিচারের দাবিতে গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেকাবাজার লিমিটেডের মূল কার্যালয় ছিলো রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে। প্রতিষ্ঠানের সিইও হিসেবে জাবিউল্লাহর নির্দেশনায় প্রায় ১৫ জন পরিচালকের সমন্বয়ে জেকাবাজার পরিচালিত হতো। গ্রাহকের কাছে ১ হাজার ৩০০ টাকার বিনিময়ে বিক্রি হতো প্রতিটি আইডি। জেকাবাজার অ্যাপসের মাধ্যমে ৩০ সেকেন্ডের অ্যাড ভিউ করলে ওই অ্যাকাউন্টে যোগ হতো ১০ টাকা। একটি আইডি থেকে ২৪ ঘণ্টায় একবার ভিউ করতে পারতেন গ্রাহকরা। অ্যাড ভিউ ছাড়া নতুন গ্রাহক বাড়ালে অ্যাকাউন্টে টাকা যোগ হতো। একেকজন গ্রাহকের পাঁচশোরও বেশি আইডি ছিলো বলে জানা যায়।
একাধিক ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাহকদের কাছ থেকে স্বপ্লমূল্যে বিভিন্ন পণ্য বিক্রির নাম করে টাকা নিতো এমএলএম কোম্পানী ‘জেকা বাজার লি: নামের প্রতিষ্ঠানটি। রাজবাড়ী শহরের নান্নু টাওয়ার ও পাবনায় এই কার্যক্রম পরিচালনা করা হতো। গত বছরের ২ নভেম্বর প্রতারণার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির অফিস সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠান প্রধান জাবিউল্লাহ খানও আত্মগোপনে চলে যান।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান বলেন, জাবিউল্লাহ খানকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার বিকালে শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে অবস্থিত অবৈধ এমএলএম কোম্পানি জেকা বাজারে রাজবাড়ীর সিআইডি পুলিশ তল্লাশি অভিযান পরিচালনা করবে।