

আশীষ দাশ গুপ্ত, হাওড়াঞ্চল প্রতিনিধিঃ
হবিগঞ্জের হাওড়াঞ্চল বেষ্টিত বানিয়াচংয়ের কূখ্যাত ডাকাত ইয়াবা ও নগদ টাকাসহ ফেরারি শাহীনকে লাখাই থানা গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত শাহীনের শ্বশুড় বাড়ি উপজেলার বামৈ পূর্ব গ্রামে লাখাই থানার এস আই দেবাশীষ তালুকদার ও এস আই ফজলে রাব্বির নেতৃেতে এক দল পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ফেরারি শাহীনকে ৬০ পিছ ইয়াবা ও মাদক ব্যবসার নগদ ২ হাজার ৩শত নব্বই টাকা সহ গ্রেফতার করা হয়েছে।
হাওড়াঞ্চল বেষ্টিত বানিয়াচং উপজেলার ১ নং উত্তর পূর্ব ইউনিয়নের খন্দকার মহল্লার জামাল মিয়ার পুত্র শাহীন মিয়া (৩৫) সে দীর্ঘ দিন যাবত লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামে তার শ্বশুর বাড়িত বসবাস করছে। পুলিশ জানায় ডাকাত শাহীনের বিরুদ্ধে লাখাই থানা সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে ডাকাতির পাশাপাশি ইয়াবা ব্যবসাও চালিয়ে যাচ্ছিলো। তার বিরুদ্ধে লাখাই থানাসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।