

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
বিদ্যুৎ সমস্যা নিয়ে আসাম রাজ্যের কাছাড়জেলার উধারবন্দ বিদ্যুৎ কার্যালয়ে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল। প্রতিবাদীরা কার্যালয়ে ভাঙচুর করেন। এতে বিদ্যুৎ বিল দিতে আসা এক মহিলা গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। মঙ্গলবার ঘনঘন লোডশেডিং ও বিভিন্ন সমস্যা নিয়ে ডেমোক্রেটিক ওয়েলফার সোসাইটি নামে এক সংগঠন বিদ্যুৎ কার্যালয়ের সামনে প্রতিবাদ প্রদর্শন করে। প্রতিবাদীরা হঠাৎ কার্যালয়ের এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে উত্তেজনা দেখা দেয়। এক সময় প্রতিবাদী গ্রাহকরা উত্তেজিত হয়ে কার্যালয়ে ভাঙচুর চালান। এসময় বিল দিতে আসা এক মহিলা গ্রাহক আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় উধারবন্দ পুলিশ বিদ্যুৎ কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে ৬ জন প্রতিবাদীকে আটক করে। আটককৃতরা হলেন সাজিদুল হক লস্কর, জাহাদ আহমেদ লস্কর, মনার হুসেন, বাহারউদ্দিন, মিনাজ উদ্দিন ও সাহারুল ইসলাম।