
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তী:
এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে ব্লেকমেল করা দুই যুবক যুবতীকে আটক করলেন করিমগঞ্জ পুলিশ। তারা প্রথমে ফেসবুকে ভূয়ো অ্যাকাউন্ট বানিয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। রিকুয়েস্ট গ্রহন করার পর ভিডিও কল, তারপরই কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিন রেকডিং করে। এরপর ভিডিও এডিট করা হয়। অশ্লীল ভিডিও নির্মাণ করে ভাইরাল করার হুমকি দিয়ে বিপুল অর্থ দাবি করে তারা। এর পেছনে রয়েছে একটি চক্রও এই চক্রটি দীর্ঘদিন যাবৎ থেকে করিমগঞ্জ শহরে এভাবে ব্লেকমেইল করে অর্থ আত্নসাৎ করে আসছে। মঙ্গলবার এমনই এক ঘটনার অভিযোগে করিমগঞ্জ পুলিশ দুই যুবক যুবতীকে আটক করে। দুজন করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাজারিছড়ার বাসিন্দা। আবার কলেজ পড়ুয়াও।