
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তী:
ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার উধারবন্দ বিধানসভার জয়পুরের উত্তর দলইছড়া গ্রামের নিবাসী তাজউদ্দিন লস্কর ও ফাতিমা বেগম বড়ভূইয়ার ৯ মাসের পুত্রসন্তানের উন্নত চিকিৎসার জন্য সরকার ও জনসাধারণের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে পিতামাতার কাতর আবেদন। এই নবজাতক শিশুটির জন্ম হয়েছিল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিগত ১৯/১০/২১ ইং তারিখে এবং তার জন্মের পর পিতামাতার নজরে আসে যে এই শিশু সন্তানটির মলত্যাগের রাস্তাটি সম্পূর্ন রুপে বন্ধ। তখন থেকেই এই শিশু সন্তানটির চিকিৎসার জন্য পিতামাতার দৌড় ঝাঁপ শুরু হয় তবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে স্পষ্টভাবে তাদের বলা হয় যে এই শিশুটির চিকিৎসা এখানে সম্ভব নয় তাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরিবারের আর্থিক দূর্বলতার জন্য তা সম্ভব হয়নি। পরে এই শিশু সন্তানটির সাময়িক চিকিৎসার জন্য স্থানীয় লোকদের পরামর্শ ও সহযোগিতায় তাকে শিলচর গ্রীন হিলস হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুদিন চিকিৎসার পর সাময়িকভাবে সন্তানটিকে বাঁচিয়ে রাখতে পেটের বাঁ দিকে একটি ছোট্ট অপারেশন করে মল ত্যাগের ব্যবস্থা করে দেন চিকিৎসকরা। তবে শিশু সন্তানটির মলত্যাগে সমস্যা থাকায় এখনও তার ঘাড়টি উঠাতে পারছেনা। চিকিৎসকরা বলেন এই শিশু সন্তানটির মলত্যাগে যে সমস্যা রয়েছে তার সম্পূর্ন সমাধান তাদের পক্ষে সম্ভব নয় এবং পরামর্শ দেন যে অতিসত্বর এই শিশু সন্তানটির চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন না হলে যতদিন যাবে তার সাথে সাথে সমস্যা ও বাড়তে থাকবে এবং এই সমস্যাটি বাচ্চাটির শারীরিক বিকাশে বাধা সৃষ্টি করবে। কিন্তু পিতামাতার আর্থিক দুর্বলতার কারণে অসমর্থ শিশুসন্তানটির সুচিকিৎসা করাতে। তাই আজ উনারা সন্তানটির জীবনরক্ষা করতে সরকার ও জনসাধারণের কাছে আর্থিক সহযোগিতার জন্য কাতর আবেদন জানান। তাদের কাছে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা হচ্ছেঃ মোবাইল নাম্বার – ৯৯৫৪৮৫৭০৪১, ফোন পে/ গ্লোগল পে: ৬০২৬২৮৬৩৮০, ব্যাংক অ্যাকাউন্ট- ০৭৮১০১০৩০৬২২৫ আইএফএসি কোড- PUNB ০০৭৮১২০।