
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তী:
তীব্র গরমে প্রায় শ্বাসরুদ্ধকর অবস্থা গোটা আসামরাজ্যে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপদাহ কমেনি। গরমে হাসফাস খাচ্ছেন মানুষজন। এ সময় আসামরাজ্যে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। তেজপুরের একটি কলেজে ভর্তি হওয়ার সময় এক মেধাবী ছাত্র হিট স্ট্রোকে মারা যায়। বুধবার দরং কলেজের স্নাতক কলা বিভাগে ভর্তি হওয়ার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুইদিন ব্যাপী ভর্তি প্রক্রিয়ার প্রথমদিন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচন্ড ভিড় ছিল। ভার্গবজ্যোতি বরা নামে এক ছাত্র ওই কলেজে ভর্তি হতে আসে। অস্বস্তিকর পরিবেশে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে বরা। তাকে দ্রুত তেজপুরের কনকলতা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তেজপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হিট স্ট্রোকে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। উল্লেখ্য, তেজপুর কলিবাড়ির গোলাপ বরার ছেলে ভার্গবজ্যোতি বরা ( ১৯) তেজপুর ইনস্পায়ার অ্যাকাডেমি থেকে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ৪টি বিষয়ে লেটার মার্কসহ ৮১ শতাংশ নম্বর নিয়ে পাশ করে দরং কলেজে ভর্তির জন্য এসেছিলেন।